বিষ্ণপুর ইউনিয়ন
উপজেলা সদর হতে প্রাইভেট কার, মোটরসাইকেল,ভ্যান,রিকসা সাইকেল যোগে যাতায়াত করা যায়। কালিগঞ্জ টু বাঁশতলা বাজার হয়ে গোয়লঘেষিয়া নদীর তীরে অবস্থিত বাঁশতলা মহাশ্মশানটি। উপজেলা সদর হতে মোটর সাইকেলে 50টাকা ভাড়া এবং ভ্যান রিকসায় 30 টাকা ভাড়া।
0
স্থাপিত ২০১১ ইং, ১৪১৮ বাংলা।স্বর্গীয় যতীন্দ্র মন্ডল ও পাচী মন্ডল (ঠাকুর দা ও ঠাকুর মা) এর স্মৃতি স্মরণে।সম্প্রদাণে পৌত্র ডাঃ রাধাপদ মন্ডল ও পৌত্র বধু স্বপ্না মন্ডল।
বাঁশতলা মহা শ্মশান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস