Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিষ্ণপুর ইউনিয়নের ইতিহাস

 


বৃটিশ শাসনের শেষ ভাগে জমিদারী প্রথার সময় বিষ্ণুপুর জমিদার বাবু বিষ্ণুপদ এলাকায় আধিপত্য বিস্তার করেন। তারই অবদানের ফলস্বরূপ বিষ্ণুপুর ইউনিয়ন টি ছিল জমিদার আমলে প্রতিষ্ঠিত। প্রভাবশালী জমিদার বিষ্ণুপদ এর নামানুসারে নামকরণ করা হয় বিষ্ণুপুর ইউিনয়ন পরিষদ। কালিগঞ্জ উপজেলার পূর্ব  দিকে অবস্থিত । ইউনিয়নের উত্তর ও দিকে পশ্বিমে দক্ষিনশ্রীপুর ইউনিয়ন, দক্ষিনে কৃষ্ণনগর এবং পূবে গোয়লঘেষিয়া নদী এবং দক্ষিন-পশ্চিমে মৌতলা ইউনিয়ন অবস্থিত।সুন্দর সবুজ ময় ছায়ঘেরা ২ নং বিষ্ণুপুর  ইউনিয়ন শিক্ষা-দীক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ঐতিহ্য মন্ডিত ইউনিয়নটি উপজেলার মধ্যে অন্যতম।